সিগারেট ছাড়ব ছাড়ব করেও ছাড়তে পারছেন না? সাধারণ সিগারেটে স্বাস্থ্যের ঝুঁকি বেশি ভেবে মেন্থল সিগারেট খাওয়া শুরু করেছেন? কিন্তু সাধু সাবধান। সম্প্রতি এক মার্কিন গবেষণা বলছে, মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের চেয়েও অনেকগুণ বেশি ক্ষতিকারক। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ) এক গবেষণা থেকে এই সিদ্ধান্তে এসেছে। এমনকি, মেন্থল সিগারেটের উৎপাদন কমানো বা নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েও ভাবনা-চিন্তা শুরু করেছে সে দেশের সরকার। অনেকে মনে করেন মেন্থল সিগারেট খুব হালকা এবং এতে তামাকের পরিমাণ কম, যা...

